তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাদের অভিষেক ও চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
Published : 16 Jan 2025, 12:20 AM
তেতাল্লিশ তম বিসিএসের তথ্য সাধারণ ক্যাডারের ২১ জন ও তথ্য প্রকৌশল ক্যাডারের ১৪ জন কর্মকর্তা যোগদান করেছেন।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তাদের অভিষেক ও চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।
তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাগণ সর্বাধিক নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই জনগণের প্রত্যাশা।
বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য ক্যাডারের নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।