“পুলিশি পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা নিয়ে সচেতনতাবোধ থাকতে হবে।”
Published : 24 Mar 2025, 04:52 PM
‘জোর তৎপরতায়’ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অনেকটাই উন্নতি’ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার ডিএমপি সদর দপ্তরে এক সমন্বয় সভায় তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। পুলিশি তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে।”
ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা, সুষ্ঠুভাবে ঈদের নামাজ সম্পন্ন করা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে এ সভা হয় বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, “পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। পুলিশি পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে।”
ডিএমপি কমিশনার বলেন, “সড়কে কেউ যদি উল্টা পথে গাড়ি চালায় কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম উপস্থিত ছিলেন।