রিকশার পেছনে ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
Published : 27 Oct 2024, 06:41 PM
রাজধানীর মাতুয়াইলে কভার্ড ভ্যানের ধাক্কায় রিকশার আরোহী এক ব্যাংক কর্মকর্তা ও রিকশাচালক নিহত হয়েছেন।
রোববার ভোরে নিহত দিদার এলাহী (৩৪) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) মতিঝিল শাখার সহকারী কর্মকর্তা ছিলেন। আনুমানিক ৪০ বছর বয়সী রিকশাচালকের পরিচয় সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
নিহত ব্যাংক কর্মকর্তার ছোট ভাই দিদার রব রিফাত বলেন, তার বড় ভাই গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে ভোরে গাবতলীতে নেমে আরেক বাসে করে যাত্রাবাড়ীর মাতুয়াইল আসেন। সেখান থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম বলেন, রিকশার পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক ও আরোহী দিদার এলাহী মারা যান। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, চালক পালিয়েছেন।
নিহত ব্যাংক কর্মকর্তার লাশ পরিবারের আবেদনের পর বিনা ময়নাতদন্তে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত রিকশাচালকের লাশ মর্গে রয়েছে।