ইয়াবা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজী রিমন নামে এক প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার ওই প্রবাসীর লাগেজ থেকে ২১ হাজার ১৫৫ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুজ্জামান টুকু।
কুমিল্লার বুড়িচংয়ের রিমন তিন মাসে আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন। সৌদি আরবের মদিনায় বিক্রির জন্য তিনি দেশের বিভিন্ন স্থান থেকে এসব ইয়াবা সংগ্রহ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কর্মকর্তাদের জানিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম সালাম বলেন, “সৌদি আরবে ইয়াবা পাচার হচ্ছে, গোপন সূত্রের এমন সংবাদ পেয়ে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। পরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যদের সহায়তা চাওয়া হয়।
“নিয়ম মাফিক লাগেজ স্ক্রিনিংয়ের সময় কাজী রিমনের কার্টনে ইয়াবা শনাক্ত হয়। কার্টনের ভেতরে চারপাশে কার্বন পেপার মোড়ানো প্যাকেটে এই ২১ হাজার ১৫৫ পিস ইয়াবা ছিল।”