'ফুল কোর্ট' সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।
Published : 31 Oct 2024, 02:56 PM
সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আগামী ৪ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে হবে এই ফুল কোর্ট সভা।
হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ সভার কথা জানানো হয়।
'ফুল কোর্ট' সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।
বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয় ফুল কোর্ট সভায়। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করেন।
বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগের দেওয়া রায় রিভিউ রায়ে বহাল থাকার পর এটাই হতে যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম ফুল কোর্ট সভা।
ওই রায়ের ফলে কোনো বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এলে সেই অভিযোগ নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ দুইজন বিচারপতিকে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে। অভিযোগ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই বিচারপতিকে অপসারণ বা ব্যবস্থা গ্রহণের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ১৬ অক্টোবর হাই কোর্টের ১২ জন বিচারককে নৈমত্তিক বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি। দুর্নীতির পাশাপাশি বিগত সরকারের ‘দোসর’ হিসেবে কাজ করার অভিযোগ করা হয়েছিল ওই ১২ বিচারকের বিরুদ্ধে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা সেদিন বলেছিলেন, “বিচারপতিদের অপসারণে বিদ্যমান কোনো বিধান না থাকায় তাদের আপাতত কোনো বেঞ্চ দেওয়া হবে না। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আগামী ২০ অক্টোবর আপিল বিভাগে কার্যতালিকায় ১ নম্বরে শুনানির জন্য থাকবে। সে পর্যন্ত এই ১২ বিচারককে কোনো বেঞ্চ দেওয়া হবে না।”