সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের ঢাকা বোট ক্লাব তিন বছর আগে আলোচনায় আসে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির এক অভিযোগের মধ্য দিয়ে।
Published : 23 Sep 2024, 09:03 PM
প্রতিষ্ঠার দশ বছর পর প্রথমবারের মত ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন হল, তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন পরীমনিকাণ্ডে আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নাসির উদ্দিন মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এক সময় ঢাকা বোট ক্লাবের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। দুর্নীতির অভিযোগে দুদক তার বিষয়ে অনুসন্ধান শুরু করলে গত ১৩ জুন বোট ক্লাবের সভাপতির পদ ছাড়েন বেনজীর।
নতুন সভাপতি নাসির ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সাত সদস্যের একজন। এর আগে ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং ডেভেলপমেন্ট কমিটিতে দায়িত্ব পালন করেছেন তিনি।
কুঞ্জ ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান নাসির পর পর তিনবার উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নাসির এক সময় ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে খেলতেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ক্লাবের ইসি মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন। তারা হলেন - জেসমুল হুদা মেহেদী অপু, মুহাম্মদ নকিব উদ্দিন সরকার অপু, আসমা আজিজ, এ কে এম আইজাজ আলী (খোকন), আলিম আল কাজী (তুহিন), খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এম এ রহমান, মো. জাকির হোসেন, খন্দকার হাসান কবির।
নাসির মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শনিবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী একজন সভাপতি এবং দশজন নির্বাহী সদস্য নির্বাচিত হন। ক্লাবে তিন হাজারের বেশি সদস্য রয়েছেন। তবে ভোটার আছেন দুই হাজার চারশ জনের মত।”
২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এক বছর সভাপতি ছিলেন রুবেল আজিজ। পরে বেনজীর সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই পদে দীর্ঘদিন কোনো পরিবর্তন আসেনি। ১৩ জুন বেনজীর পদত্যাগ করলে তার জায়গায় ব্যবসায়ী রুবেল আজিজকে আবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের ঢাকা বোট ক্লাব তিন বছর আগে আলোচনায় আসে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির এক অভিযোগের মধ্য দিয়ে। পরীমনি সংবাদ সম্মেলন করে অভিযোগে তোলেন, তাকে ২০২১ সালের ৮ জুন রাতে ওই ক্লাবে ‘ধর্ষণের চেষ্টা’ করা হয়।
পরে পরীমনির মামলায় ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করা হয়। নাসিরকে তখন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
পরীমনির মামলায় বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় নাসির উদ্দিন ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা এই মামলা করেন।
মামলার আরজিতে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা সেদিন ক্লাবে ঢুকে মদ পান করে অর্থ পরিশোধ না করেই যেতে চাচ্ছিলেন। বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন নাসিরের দিকে এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাত পান।
নাসিরের দাবি, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
অন্যদিকে সাভার থানায় পরীমনির করা মামলায় অভিযোগ ছিল, ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোট ক্লাবে নিয়ে যাওয়া হয় এবং নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ ও মারধর করেন।
ফলে বোট ক্লাবকাণ্ডে পরীমনি ও ব্যবসায়ী নাসির দুজনই এখন বিচারের মুখামুখি হচ্ছেন।