সিনহার প্লট দুর্নীতি: প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী বছর

দুদক প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী বছরের ১১ ফেব্রুয়ারি নতুন তারিখ রেখেছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 12:14 PM
Updated : 19 Nov 2023, 12:14 PM

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ক্ষমতার ‘অপব্যবহার’ করে প্লট বরাদ্দ ও ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ফের তিন মাস সময় পেল দুদক।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ প্রতিবেদন জমা দিতে আগামী বছরের ১১ ফেব্রুয়ারি দিন রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

২০২১ সালের ৭ অক্টোবর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় এস কে সিনহার বিরুদ্ধে ঢাকার উত্তরায় ‘বেআইনিভাবে’ প্লট বরাদ্দ নিয়ে নয়তলা ভবন করার অভিযোগ আনা হয়েছে।

পাশাপাশি তিনি ‘অবৈধভাবে অর্জিত’ ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ নিজের ভাই ও আত্মীয়ের নামে স্থানান্তর করেছেন বলে দুদকের ভাষ্য।

দুদকের অনুসন্ধানকালে জানা যায়, উত্তরা আবাসিক এলাকায় ভবনের নির্মাণে ব্যয় হয় ৬ কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এছাড়া, প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ টাকা।

মামলায় বলা হয়েছে, এসকে সিনহা ক্ষমতার ‘অপব্যবহার’ করে ভাই ও নিজের আত্মীয়ের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন, যার কোনো ‘বৈধ উৎস’ নেই বা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

২০২১ সালে ৯ নভেম্বর চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের এক মামলায় পৃথক দুই ধারায় এসকে সিনহাকে ১১ বছর কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।