এলাকার কয়েকজন মিলে রাত ৮টার দিকে অনেকটা প্রকাশ্যে রাসেলকে কুপিয়ে হত্যা করে, দাবি তার ভগ্নিপতির।
Published : 01 Oct 2024, 12:50 AM
রাজধানীর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে বাসার সামনেই রাসেল শিকদার (২৫) নামের ওই ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার স্বজনরা বলেছেন, পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালীর রসুলপুর এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন রাসেল। তিনি যাত্রাবাড়ী আড়তে কাঁচামালের ব্যবসা করতেন।
নিহতের ভগ্নিপতি মো. রিপন বলেন, রাসেল দীর্ঘদিন ধরে রসুলপুর এলাকায় থাকত। ওই এলাকায় তার অনেক বন্ধু বান্ধব আছে। তার জানা মতে রাসেল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না।
রিপনের দাবি, ব্যবসায়িক দ্বন্দের জেরে ভাড়া বাসার সামনেই এলাকার কয়েকজন মিলে রাত ৮টার দিকে অনেকটা প্রকাশ্যে রাসেলকে কুপিয়ে হত্যা করে। দ্রুতই তাকে শনির আখড়া অনাবিল হাসসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।