১৩ দিন পর হৃদরোগ ইনস্টিটিউটে শুরু হয়েছে অস্ত্রোপচার

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হওয়ায় এতদিন বন্ধ ছিল অস্ত্রোপচার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 06:19 PM
Updated : 2 May 2023, 06:19 PM

নিবিড় পরিচর্যা কেন্দ্রের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের পর ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ইউনিটে ফের অস্ত্রোপচার শুরু হয়েছে।

মঙ্গলবার সেখানে তিনজন রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির বড় আইসিইউয়ের এসি মেরামতে দেরি ও জীবাণুমুক্ত করার কাজের জন্য গত ১৯ এপ্রিল থেকে কার্ডিয়াক সার্জারি বিভাগে অস্ত্রোপচার বন্ধ ছিল। এর মধ্যে ঈদের পাঁচদিন সরকারি ছুটির দিন ছিল। সরকারি ছুটির দিনগুলোতে কার্ডিয়াক সার্জারি বিভাগে অস্ত্রোপচার বন্ধ থাকে।

Also Read: হৃদরোগ ইনস্টিটিউটে অস্ত্রোপচার শুরু হতে আরও দেরি

মঙ্গলবার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটি সারানো হয়েছে। সোমবার ছুটি থাকায় মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়েছে।