সংবাদ সংগ্রহের সময় ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করে হামলা হয়, ভাঙচুর করা হয় টেলিভিশন ক্যামেরা।
Published : 11 Jul 2024, 07:50 PM
রাজধানীর শাহবাগে কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল শিক্ষার্থীর হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপারসন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টায় শাহবাগে বারডেম হাসপাতালের সামনে ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের এক নেতা বলেছেন, অতি উৎসাহী কেউ এই হামলা করলে তারা ব্যবস্থা নেবেন। তবে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেও এই ঘটনা ঘটাতে হতে পারে বলেও দাবি করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের সময় সময় টেলিভিশনের প্রতিবেদক ত্বোহা খান তামিম ও চিত্র সাংবাদিক প্রিন্স আরেফিনকে ‘ভুয়া’ ‘ভুয়া' বলে ধাওয়া করে একদল শিক্ষার্থী; ভাঙচুর করা হয় আরেফিনের হাতে থাকা ভিডিও ক্যামেরা।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ও কালো রঙের জার্সি পরা এক যুবক সাংবাদিক তামিমের ওপর হামলা করেন। আরেকজনের হাত থেকে হেলমেট নিয়ে তামিমকে মারতে তেড়ে আসেন ওই যুবক।
এ সময় কয়েকজন তাদের থামানোর চেষ্টা করলেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশে সদস্যদের।
এ বিষয়ে জানতে চাইলে কোটা নিয়ে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ সময় টিভির ওপর আমাদের কোনো আক্রোশ নাই। আন্দোলনকারীদের কেউ অতি উৎসাহী হয়ে হামলা করে থাকলে আমরা খতিয়ে দেখব।”
‘বহিরাগতরাও’ হামলা করে থাকতে পারে দাবি করে তিনি বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের হামলা করে থাকতে পারে বলে আমরা মনে করছি।”
গত ১০ দিন ধরে আন্দোলন করছেন জানিয়ে হাসনাত বলেন, “কোনো পুলিশ বা সংবাদ কর্মীদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা হয়নি। আজকে হঠাৎ ক্যাম্পাসে প্রচুর বহিরাগত এসেছে। তারা যদি হামলা করে থাকে, সেটির দায়ভার আন্দোলনকারীরা নেবে না।”