ঢাকায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মুক্তিযুদ্ধের অনুষ্ঠান শুরু

চার দিনের অনুষ্ঠান শেষ হবে সোমবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 05:25 PM
Updated : 3 March 2023, 05:25 PM

প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকায় চার দিনের মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন।

শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে এ অনুষ্ঠান। প্রথম দিন আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র 'জনযুদ্ধ' দেখানো হয়।

সোমবার শেষ হবে এ আয়োজন। এতে দেখানো হবে প্রামাণ্যচিত্র 'চট্টগ্রাম প্রতিরোধ', 'অপারেশন কিলো ফাইট', 'অপারেশন জ্যাকপট'।

এছাড়া থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা ও আলোচনা পর্ব। প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে। 

এদিন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ সৈয়দ কামাল, আবদুল ওয়াহিদ চৌধুরী, আবদুল কাইয়ুম খান, কায়সার হামিদুল হক, সাঈদা কামাল ও নাঈম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আহরার আহমদ।