Published : 24 Aug 2022, 05:54 PM
বিদ্যুৎ সাশ্রয়ে রাতে নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা নগরবাসীকে মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাস রুট ফ্র্যাঞ্চাইজির পাইলট রুটের বাস স্টপেজ পরিদর্শন করে তিনি এ আহ্বান জানান।
সাংবাদিকদের মেয়র বলেন, “ঢাকা শহর পরিচালনার জন্য আমরা একটি নির্দিষ্ট সময়সূচির আওতায় আনতে চাচ্ছি। সে লক্ষ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
“আমরা আশা করছি, সকলেই নিজ নিজ জায়গা থেকে সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করবেন।”
সোমবারের ওই বিজ্ঞপ্তিতে ঢাকায় রাত ৮টার পর দোকান, শপিংমল মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সূচি বেঁধে দেয় দক্ষিণ সিটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই সূচি অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালনার কথা বলেন মেয়র তাপস।
নির্দিষ্ট সময়ে শহর পরিচালনার এমন পদ্ধতি ‘সারা বিশ্বেই আছে’ মন্তব্য করে তাপস বলেন, “সে হিসাবে আমরা ঢাকা শহরকেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালনা করতে চাই। এর আগে ঢাকার কোনো সময়সূচি ছিল না, সেটিই আমরা করতে চাচ্ছি।
“আমাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সকল ধরনের দোকান পাট বন্ধ থাকবে।”
নির্দেশনা অনুযায়ী দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধ করতে হবে ৮টার মধ্যে।
সকল প্রকার রেস্তোরাঁ, খাবারের দোকান রাত ১০টার মধ্যে বন্ধ এবং খাবার সরবরাহ রাত ১১টার মধ্যে শেষ করতে হবে।
সিনেমা হলসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।
সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।
তাপস বলেন, “ওষুধের দোকান বা ফার্মেসিকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি।”
বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে সরকারের সিদ্ধান্তে গত ১৬ জুন থেকে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা আসে।