“বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে শুনেছি, ভাগ্যক্রমে সবাই বের হয়ে যেতে পেরেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভেতরে কেউ নেই,” বলেন এসআই গোলাপ।
Published : 30 Nov 2024, 08:57 PM
রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ উল্টে রামপুরা খালে পড়ে গেছে। তবে যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী ফেমাস হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার এসআই গোলাপ মাহমুদ বলেন, “বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে শুনেছি, ভাগ্যক্রমে সবাই বের হয়ে যেতে পেরেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভেতরে কেউ নেই।”
রাত ৮টার দিকে বাসটি ক্রেন দিয়ে টেনে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের লোকজন ভেতরে কাউকে পায়নি। বাসটি তোলার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন কি-না আমরা খোঁজ নিচ্ছি।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীতে আলিফ পরিবহনের একটি বাস উল্টে যাওয়ার খবর পেয়ে একটি ইউনিট পাঠানো হয়। আমরা এখনও হতাহতের খবর পাইনি। বাসটি পুলিশের সহায়তায় ক্রেন দিয়ে টেনে তোলা হচ্ছে।”