ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া/ আয়শাবাগ, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
Published : 24 Oct 2024, 01:50 PM
প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঢাকা থেকে পাঁচটি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সে কারণে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া/ আয়শাবাগ, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
ঘূর্ণিঝড় দানা আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, ঘণ্টায় ১১০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে এ ঘূর্ণিবায়ুর চক্র এগিয়ে যাচ্ছে ভারতের ওড়িশা উপকূলের দিকে।
আবহাওয়া অফিস বলছে, এ ঝড়ের ধাক্কা বাংলাদেশে সেভাবে লাগবে না, তবে উপকূলীয় এলাকাসহ সারা দেশেই বৃষ্টি হবে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ভারতীয় ভূভাগে প্রবেশ করতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
ঝড়ের সময় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় ০.৫ মিটার বেশি উচ্চতার জোয়ার দেখা যেতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত খুলনা বিভাগের কোথাও কোথাও অতিভারি বর্ষণ (৮৯ মিলিমিটারের বেশি) এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) হতে পারে।