আসামির পক্ষের আইনজীবী যাতে ’নির্বিঘ্নে ও বাধাহীনভাবে’ পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ প্রধান বিচারপতির।
Published : 10 Sep 2024, 12:33 AM
কোনো আসামি বিশেষ কারণে আইনজীবী নিয়োগ করতে না পারলে তার পক্ষে ‘লিগ্যাল এইড’ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা‘।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনা মেনে এক চিঠিতে সরকারি সংস্থাটি এ অনুরোধ করেছে।
সোমবার আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ চিঠি দেওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, গত ২৫ অগাস্ট প্রধান বিচারপতির নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে একটি নির্দেশনা দেওয়া হয়।
“তাতে বলা হয়, আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে অধস্তন আদালত/ ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে তার জন্য লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে।”
এছাড়া আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে তিনি যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।