দুর্নীতির মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় সরকারি চাকরিবিধি অনুযায়ী এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
Published : 13 May 2024, 08:26 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।
রোববার আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর দুদকের দায়ের করা মামলার অভিযোগপত্র গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গ্রহণ করায় এবং একই দিন তাকে কারাগারে পাঠানো হলে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ এর উপধারা ২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকালে অহিদুল হক নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
দুর্নীতির মামলায় কারাগারে ঢাকা জেলার রেজিস্ট্রার
গাজীপুর জেলা রেজিস্ট্রারের সম্পদের হিসাব চায় দুদক
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক।
মামলায় তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের দিন জেলা রেজিস্টার অহিদুল আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।