বদলি হওয়া তিন কর্মকর্তাকে আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল; অন্তর্বর্তী সরকারে তারা চাকরি ফিরে পান।
Published : 09 Oct 2024, 12:12 AM
অন্তর্বর্তীকালীন সরকারে চাকরি ফিরে পাওয়া তিনজনসহ পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাদের বদলির আদেশ দিয়েছে।
এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায় বদলি করা হয়েছে। বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার আলী হোসেনকে ২০২২ সালের ২২ নভেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে গত অগাস্টে তিনি চাকরি ফিরে পেয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত হন। এরপর দুটি পদোন্নতি পেয়ে ডিআইজি হন।
চাকরি হারানো আরেক ডিআইজি মো. জিল্লুর রহমানকে পুলিশ অধিদপ্তর থেকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ২০২২ সালের ২২ নভেম্বর এসপি পদে থাকাবস্থায় তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত সেপ্টেম্বরে তিনি চাকরিতে পুনর্বহাল হয়ে দুটি পদোন্নতি পান।
বিসিএস ১৫ ব্যাচের আরেক কর্মকর্তা এসপি মো. নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় গত বছরের ২৩ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে চাকরি ফিরে পরপর দুটি পদোন্নতি পেয়ে ডিআইজি হন তিনি। এরপর পুলিশ সদরে সংযুক্ত ছিলেন। সেখান থেকে তাকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ তিনজনের বাইরে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মো. আবদুল মালেককে ট্রাফিক ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।