শিক্ষামন্ত্রীর মায়ের কুলখানি অনুষ্ঠিত

প্রয়াত রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 05:23 PM
Updated : 12 May 2023, 05:23 PM

শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদের কুলখানি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে তার কুলখানি অনুষ্ঠিত হয়।

এর আগে মায়ের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, "মা অত্যন্ত সাদামাটা জীবনে নিজে অভ্যস্ত ছিলেন। কোনোদিন কোনো কিছুতে কোনো বাহুল্য ছিল না, কোনোদিন কোনোকিছু নিজের জন্য চাননি। তিনি অসম্ভব সহমর্মী ছিলেন। কারও আনন্দে খুব খুশি হতেন, কারো দুঃখ অনেক কষ্ট পেতেন।"

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পড়িয়েছেন রাজধানীর লেক সার্কাস বালিকা বিদ্যালয়েও। তার স্বামী এম এ ওয়াদুদ ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সী রহিমা ওয়াদুদের মৃত্যু হয়। তার কুলখানিতে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মকসুদ কামাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার উপস্থিত ছিলেন।