একটি ফ্লাইটে ১১টি আসনের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৮টি কাঁচা স্বর্ণের মণ্ড বা বল পাওয়া যায়, যার ওজন ২৭ কেজি ৬০০ গ্রাম।
Published : 17 Jul 2023, 03:54 PM
ঢাকার শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়াররাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে ২৭ কেজি কাঁচা সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে; আরেক ফ্লাইটের তিন যাত্রীর কাছে মিলেছে আরও প্রায় চার কেজি স্বর্ণ।
রোববার সন্ধ্যা ও রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ঢাকা কাস্টম হাউজ এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তাদের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা করা হয়।
সোমবার ঢাকা কাস্টম হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে স্বর্ণের চালান আসার খবর পায় এনএসআই। পরে এনএসআই, ঢাকা কাস্টম হাউজ এবং কাস্টম গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে ওই উড়োজাহাজে তল্লাশি চালায়।
সেই তল্লাশিতে উড়োজাহাজটির ১১টি আসনের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৮টি কাঁচা স্বর্ণের মণ্ড বা বল পাওয়া যায়, যার ওজন ২৭ কেজি ৬০০ গ্রাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তল্লাশি শেষে বনশ্রীর নন্দী জুয়েলার্সের মালিক তন্ময় নন্দীকে ডেকে স্বর্ণগুলো পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর তন্ময় নন্দী জানান, সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট। এগুলো শুকালে তরল বাষ্পীভূত হয়ে প্রতি একশ গ্রামে সাড়ে নয় থেকে ১০ গ্রাম ওজন হ্রাস পেতে পারে। সেই হিসেবে শুকানোর পর মিলবে সব মিলিয়ে ২৫ কেজি স্বর্ণ, যার বাজারমূল্য ২৫ কোটি টাকার মত।
এর আগে রোববার সন্ধ্যায় দুবাই থেকে আসা এমিরেটসের ইকে- ৫৮৬ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের পেস্ট, ৩৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার এবং তিনশ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেন কাস্টম হাউজের কর্মকর্তারা।
ওই তিন যাত্রী হলেন বাগেরহাটের মশিউর রহমান রুবেল, মুন্সীগঞ্জের জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের আকবর হোসেন।
ঢাকা কাস্টম হাউজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই তিন যাত্রীকে আটকের পর এক্সরে করে তাদের ‘রেক্টামে’ বল আকৃতির ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের তিন জনের কাছ থেকে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণের পেস্ট এবং স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা করার কথা জানিয়েছে ঢাকা কাস্টম হাউজ।