তিন মাসে সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
Published : 17 Nov 2024, 08:42 PM
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে সহকারী সচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া ১০১ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ অগাস্ট দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিন পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়।
সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে ক্ষমতায় আসা ইউনূস সরকার প্রশাসনের বিভিন্ন স্তর থেকে শুরু করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক পরিবর্তন আর রদবদল শুরু করে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত গত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই সময়ে ৪ জনকে কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ৭ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এই ৩ মাসে জ্যেষ্ঠ সচিব/সচিব পদের ১২ জন, গ্রেড-১ পদের ৩ জন, অতিরিক্ত সচিব পদের ১৩৫ জন, যুগ্মসচিব পদের ২২৬ জন, উপসচিব ১২৫ জন, অন্যান্য ক্যাডারের ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) ৯ জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া, এই সময়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সর্বমোট এক হাজার ৮৭০ জনকে বদলি করা হয়েছে।
আর ৬৫ জনকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূতসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।