অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
Published : 19 Sep 2024, 10:23 AM
এবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার গভীর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) তালেবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থ্যবোধ করায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
"জাফর উল্যাহ এখন সুস্থ্য আছেন, তবে এখনও হাসপাতালেই আছেন।"
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অর্ধযুগ পর শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন কাজী জাফর উল্যাহ।
তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হন।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন।