“ইউনেস্কো বাংলাদেশের দিকে শুধু সদস্য রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে তাকিয়ে আছে,” বলেন গ্যাব্রিয়েলা রামোস প্যাটিনা।
Published : 21 Apr 2025, 01:20 AM
ইউনেস্কোর মহাপরিচালক পদে মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস প্যাটিনা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।
শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে গ্যাব্রিয়েলা প্যাটিনা বলেন, “সহনশীলতা, নীতিনিষ্ঠতা এবং সমতার প্রতি বাংলাদেশ যে অঙ্গীকার দেখিয়েছে, তা বাস্তব পরিবর্তন আনার একটি দৃষ্টান্ত। ইউনেস্কো বাংলাদেশের দিকে শুধু সদস্য রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে তাকিয়ে আছে।”
তিনি প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি কঠিন কিন্তু জরুরি রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই দায়িত্ব শুধু বাংলাদেশের জন্য নয়, স্বচ্ছ ও নীতিনিষ্ঠ শাসনের পক্ষে যারা বিশ্বাসী, তাদের জন্যও আশার প্রতীক।”
প্রধান উপদেষ্টা ইউনেস্কোর মহাপরিচালক পদে প্যাটিনার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এখন একটি প্রয়োজনীয় রূপান্তরের পথে আছি। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা জনগণের আস্থা পুনর্গঠনে এবং তাদের সেবা নিশ্চিত করতে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ।”
তিনি বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত বিডা ইনভেস্টমেন্ট সামিট বিনিয়োগকারীদের আস্থায় নতুন মাত্রা এনেছে। এটি কেবল একটি সম্মেলন ছিল না; বরং এটি ছিল একটি বার্তা—বাংলাদেশ এখন উন্মুক্ত, সংস্কারপরায়ণ এবং টেকসই ও দায়িত্বশীল উন্নয়নে আন্তরিক।”
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অন্যদের মধ্যে বাংলাদেশের মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস এবং বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন।