সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
Published : 10 Aug 2024, 02:52 AM
পুলিশবিহীন রাজধানীর ডেমরায় ওয়ার্ড যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর সাইদ আহমেদ ৩২ বছর বয়সী ওই যুবককে হত্যা করা হয় বলে তার মামা আপেল মাহমুদ জানান।
তিনি বলেন, তারা থানায় গেলেও পুলিশের সহায়তা পাননি।
ডেমরা থানার ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন সাঈদ। স্থানীয় যুবদলের একটি অনুষ্ঠান শেষ করে ওরিয়েন্ট স্কুল মোড় এলাকায় বাসায় ফেরার সময় তাকে হত্যা করা হয় বলে তার মামার ভাষ্য।
তিনি বলেন, ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই সাঈদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়েছিল।
মিছিল ছাড়াও আওয়ামী লীগের ক্লাব ভাংচুরের ক্ষোভ থেকে ‘স্থানীয় আওয়ামী লীগ- যুবলীগের লোকজনই’ তাকে হত্যা করেছে বলে আপেল মাহমুদের ধারণা।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ঘটনার পরপরই ডেমরা থানায় গেলেও পুলিশের কার্যক্রম না থাকায় কোনো সহায়তা তারা পাননি। পরে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাঈদ পেশায় ছিলেন ব্যবসায়ী। দেড় বছর বয়সী একটি সন্তান আছে তার।
সাঈদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বলতে ডেমরা থানায় যোগাযোগ করা হলে ওসি ফোন ধরেননি। থানার কাউকে পাওয়া যায়নি।