“নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প্ট নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”
Published : 31 Jan 2025, 03:23 PM
ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ হরতাল-অবরোধসহ যে কর্মসূচি দিয়েছে তাতে শঙ্কার কোনো কারণ দেখছেন না ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তনি বলেন, “এ বিষয়ে আমরা সবসময় কাজ করছি।”
ডিএমপি কমিশনার বলেন, “দিস ইজ দ্য ওয়ার্ল্ড অব মিডিয়া। এক মিনিটের ভেতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিল চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে, ব্রাজিলের আমাজন বনভূমিতে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সো এই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আপনারা দেখছেন আমরা সেইসব প্রোগ্রাম মোকাবেলা করছি।
“ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ- প্রোগ্রাম দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প্ট নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাতত আমরা এরকম কোনো শঙ্কা দেখছি না।”
গত ২৯ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেব্রুয়ারি মাসে লিফলেট বিতরণ, প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
ফেইসবুক পেইজে ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে প্রচারও চালাচ্ছে ১৫ বছরের বেশি সময় দেশ শাসন দলটি।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১-৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল।