সুন্দরবনে ট্যাংকার ডুবি, ছড়িয়ে পড়ছে তেল
বাগেরহাট প্রতিনিধি,
Published: 09 Dec 2014 12:01 PM BdST Updated: 09 Dec 2014 07:48 PM BdST
সুন্দরবনের শেলা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেছে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেলসহ একটি ট্যাংকার।
মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের কনটিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের তেলবাহী জাহাজটি মঙ্গলবার ভোর ৫টার দিকে বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে শেলা নদীতে দুর্ঘটনায় পড়ে।
“দুর্ঘটনার পর ডুবে যাওয়া জাহাজ থেকে নদীতে তেল ছড়িয়ে পড়েছে। জাহাজের নাবিকদের মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাস্টার মোখলেস নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন।”
ওটি সাউদার্ন স্টার-৭ এর মালিকপক্ষের বরাত দিয়ে কোস্ট গার্ড কর্মকর্তা মাসুদ জানান, গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে সোমবার বিকালে রওনা হয়েছিল জাহাজটি।
“রাতে জাহাজটি চাঁদপাই রেঞ্জের জয়মনি ঘোলের কাছে শেলা নদীতে নোঙর করে ছিল। ভোর ৫টার দিকে ঘনকুয়াশার মধ্যে আবার যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে ‘টোটাল’ নামের একটি খালি কার্গো জাহাজ পেছন থেকে সাউদার্ন স্টারকে ধাক্কা দেয়।”
এতে সাউদার্ন স্টারের একপাশের খোল ফেটে যায় এবং জাহাজটি তলিয়ে যায় বলে জানান মাসুদ।
টোটাল নামের কার্গো জাহাজটি মংলা বন্দরে পণ্য খালাসের পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।
সাউদার্ন স্টারের মালিক প্রতিষ্ঠান মেসার্স হারুণ অ্যান্ড কোং এর ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন জানান, ওই জাহাজে মাস্টার মোখলেসুর রহমানসহ আটজন ক্রু ছিলেন।
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে