গোলাম আযমকে ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

যুদ্ধাপরাধীদের ‘গুরু’ গোলাম আযমের লাশ তার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যাতে না নেয়া হয় সেজন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 09:59 AM
Updated : 24 Oct 2014, 10:03 AM

শুক্রবার দুপুরে নবীনগর উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিল শেষে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের প্রতি ঘৃণা জানিয়ে উপজেলা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন তারা।

সমাবেশে মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম সাহান, জহির উদ্দিন চৌধুরী সাহান, নাছির উদ্দিন, শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধারা অসামান্য অবদান রাখলেও মুক্তিযুদ্ধবিরোধীদের নেতার বাড়ি নবীনগরে হওয়ায় এখানকার মানুষকে লজ্জায় পড়তে হয় বলে বক্তারা মনে করেন।

গোলাম আযমের মৃত্যুর মধ্যে দিয়ে এ লজ্জাজনক অধ্যায় শেষ হয়েছে বলেও মনে করেন কেউ কেউ।

১৯২২ সালের ৭ নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে নানাবাড়িতে জন্ম নেওয়া গোলাম আযমের পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিরগাঁও গ্রামে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযম বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৯২ বছর বয়সী এই জামায়াত নেতার আরও ৮৯ বছর কারাভোগ বাকি ছিল।

মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের নেতৃত্ব দেন।