আনসারুল্লাহ বাংলাটিমের প্রধানসহ ৩১ জনের বিচার শুরু

উগ্রপন্থী গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2014, 10:53 AM
Updated : 12 May 2014, 10:53 AM

সোমবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়ে ১৬ জুন মামলার পরবর্তী তারিখ রাখেন।

এ সময় জসীমউদ্দিনসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালের ১২ অগাস্ট বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়িতে বৈঠক করার সময় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংগঠনটি জেএমবি কিংবা হরকাতুল জিহাদের চেয়েও উগ্রপন্থী এবং তারা  সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার মতাদর্শের অনুসারী বলে অভিযোগ রয়েছে।

তদন্ত শেষে ৩১ জনের বিরুদ্ধেই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ২৮ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

মুফতি জসীম উদ্দিন মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। মারকাজুলের অধীনে ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।