
মেয়ের উত্ত্যক্তকারীকে কুপিয়ে খুন
যশোর প্রতিনিধি,
Published: 2014-03-12 22:52:11.0 BdST Updated: 2014-03-12 23:54:00.0 BdST
যশোরে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিশোধ হিসেবে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন।
বুধবার রাতে সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রাম থেকে খাদিজা বেগম নামের ওই নারীকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন।
নিহতের নাম মফিজুর রহমান (৪০)। তিনি শহরতলীর তপসীডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে।
খাদিজারই বোনের দুই মেয়েকে বিয়ে করেন মফিজ। এরপর তিনি খাদিজার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, খাদিজা পুলিশের কাছে মফিজকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
খাদিজা পুলিশকে জানান, গত কিছুদিন থেকে নবম শ্রেণিতে পড়ুয়া তার ছোট মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল মফিজ। প্রায়দিনই সন্ধ্যার পর খাদিজার বাড়ি গিয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতেন তিনি।
নিষেধ করলেও মফিজ তা না শোনার পর খাদিজা মেয়েকে ঢাকায় তার ছেলের কাছে পাঠিয়ে দেন। সেই সঙ্গে এক সপ্তাহ আগে উত্ত্যক্তের অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়রিও (জিডি) করেন।
ওই জিডির ভিত্তিতে পুলিশ এলাকায় গিয়েও মফিজকে খুঁজে পায়নি বলে ওসি জানান।
থানায় আটক খাদিজা সাংবাদিকদের বলেন, মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেয়ার পরও তার সন্ধানের জন্য বারবার বাড়িতে আসতে থাকেন মফিজুর।
এ নিয়ে এলাকার অন্যরা কুৎসা রটালে মফিজকে হত্যার পরিকল্পনা করেন বলে জানান খাদিজা।
তিনি বলেন,“রাত ৮টার দিকে মফিজ বাড়ি এলে প্রথমে তার চোখে শুকনো মরিচের গুঁড়ো ছুড়ে দিই। তারপর দা দিয়ে তাকে একের পর এক আঘাত করি।”
মফিজের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে যশোর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- কিশোরগঞ্জের ব্যবসায়ী আব্দুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
- অটিস্টিক শিশুর দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই: গণশিক্ষামন্ত্রী
- সুফিয়া কামাল হল প্রাধ্যক্ষের অপসারণ চায় ছাত্র অধিকার পরিষদ
- গভীর রাতে হল থেকে ছাত্রীদের বের করে দেওয়া কলঙ্কজনক: বিএনপি
- কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে
- এমপিদের সুযোগ দেওয়া হবে সংবিধান পরিপন্থি: বিএনপি
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
- ‘অপতথ্য’ ছড়ানোয় ৩ ছাত্রীকে হলছাড়া: ঢাবি উপাচার্য
- প্রার্থীর ব্যয়ে চোখ রাখতে ইসির কমিটি
- আ. লীগের চাপে নয়, বাস্তবতা বিবেচনায় বিধি সংশোধন: ইসি সচিব
সর্বাধিক পঠিত
- কথা রাখলেন অনন্ত জলিল
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- খালেদার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’, স্বজনরাও সাক্ষাৎ পাননি
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- পাওয়া গেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে
- টাইমের প্রভাবশালীদের তালিকায় শেখ হাসিনা