জন্মবার্ষিকীতে হেনা দাসের প্রতি শ্রদ্ধা

ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন,উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল আন্দোলনের অন্যতম যোদ্ধা নারীনেত্রী হেনা দাসের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2014, 12:00 PM
Updated : 12 Feb 2014, 12:05 PM

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)ও এর বিভিন্ন গণসংগঠন সিপিবি কার্যালয়ে হেনা দাস স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।

এছাড়া নারায়ণগঞ্জ মহাশশ্মানে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

হেসা দাসের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,“তিনি প্রগতিশীল আন্দোলনে দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমাদের প্রেরণার উৎস তিনি।”

তরুণ প্রজন্মকে হেনা দাসের সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ করে প্রগতিশীল আন্দোলনকে অগ্রসর করার আহ্বান জানান সিপিবি সভাপতি। 

১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন হেনা দাস। ২০০৯ সালের ২০ জুলাই মারা যান তিনি।

ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও  মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে সামনের কাতারের সৈনিক ছিলেন হেনা দাস।

সিপিবির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।  

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এই নারী।

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনেরও অন্যতম সদস্য ছিলেন তিনি। রাষ্ট্রীয়ভাবে রোকেয়া পদকসহ নানা সম্মাননায় ভূষিত করা হয় মানবমুক্তির সংগ্রামে ভূমিকা রাখা এই নারীনেত্রীকে।