আইনে রিভিউর সুযোগ নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Published: 17 Sep 2013 01:08 PM BdST Updated: 17 Sep 2013 01:18 PM BdST
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই আপীল শুনানি হওয়ায়িআব্দুল কাদের মোল্লার রায় পর্যালোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
Related Stories
মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একই কথা বললেও তাতে দ্বিমত পোষণ করেন জামায়াত নেতার আইনজীবী আব্দুর রাজ্জাক।
দুই ধরনের বক্তব্য আসার পর সচিবালয়ের সাংবাদিকরা মন্ত্রীর কাছে বিষয়টি তুললে তিনি বলেন, কাদের মোল্লার আপিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে।
“যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী আপিল শুনেছেন (আপিল বিভাগ), তাই এই রায় রিভিউ হওয়ার কোনো সুযোগ নেই।”
শফিক আহমেদ বলেন, অন্য দেশে এ ধরনের অপরাধে আপিলেরও সুযোগ থাকে না।
আপিল বিভাগে বিশেষ আইন চলে না বলে যে যুক্তি আসামি পক্ষ থেকে দেয়া হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, “বিচার বিভাগ বিশেষ আইনে না চললেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল হয়েছিল।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এর বিরুদ্ধে দুই পক্ষই আপিল করলে আপিল বিভাগ আসামি পক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ দেয়।

আইনমন্ত্রী শফিক আহমেদ (ফাইল ছবি)
দণ্ড কার্যকরের আগে শেষ সুযোগ হিসেবে কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন বলে জানান তিনি।
“জেল কর্তৃপক্ষ তাকে (কাদের মোল্লা) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে বলবেন, এজন্য তাকে সময় দেয়া হবে।”
তিনি সেই সঙ্গে বলেন, বিশ্বের কোনো দেশে এ ধরনের অপরাধে মার্জনা পায় না।
আপিল বিভাগের রায়ে সন্তোষ জানিয়ে শফিক আহমেদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় সুবিচার নিশ্চিত করতে এই রায় মাইলফলক। একাত্তরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা প্রকৃত রায় পেয়েছেন। আপিল বিভাগ সবকিছু বিচার-বিশ্লেষণ করেই রায় দিয়েছে।
“বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে। এই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।”
-
উগ্রবাদীরা অনলাইনে ডেকে যাচ্ছে, তবে সাড়া পাচ্ছে না: সিটিটিসি প্রধান
-
পদ্মা সেতু প্রমাণ করেছে আমরাও পারি: প্রধানমন্ত্রী
-
শেষ হল বাজেট অধিবেশন
-
এ বছরেই ২২টি স্থল বন্দরে ই-গেইট
-
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ৭ সংস্থার এপিআই
-
উচ্চ আদালতে জামিন জালিয়াতির কিছু ঘটনা ঘটেছে: আইনমন্ত্রী
-
যাত্রী কমলেও হতাশ নন লঞ্চ মালিকরা
-
ত্রাণের মোড়ক পলিথিন ডাকছে আরেক বিপদ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’