রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত ঘোষণা বাছাইয়ের পর

রাষ্ট্রপতি নির্বাচনের  মনোনয়নপত্র বাছাইয়ের  পর  একমাত্র প্রার্থী  আবদুল হামিদকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দীন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2013, 07:34 AM
Updated : 21 April 2013, 07:34 AM
রোববার বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “আমার কাছ থেকে চারটি মনোনয়নপত্র নেওয়া হয়েছিল। এর মধ্যে একজনের নামেই তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।”

সোমবার যাচাই বাছাই শেষে সব ঠিক থাকলে নির্বাচনী আইনের সপ্তম ধারা অনুযায়ী একমাত্র প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ নির্বাচনের তফসিলে বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৯ এপ্রিল জাতীয় সংসদে ভোটের দিন রাখা হয়েছে। তবে প্রার্থী মাত্র একজন হওয়ায় ভোটাভুটির প্রয়োজন পড়বে না।  

রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আব্দুল হামিদের মনোনয়ন চূড়ান্ত করার পর হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে দলের চার নেতা নির্বাচন কমিশনে গিয়ে চারটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এরপর সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ মনোনয়ন ফরমে সই করেন। বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে তিনটি ফরম জমা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

যাচাই বছাই শেষে সোমবারই আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, “পরীক্ষা করে দেখি। তারপর ৭ ধারা অনুযায়ী ব্যবস্থা নেব।”

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের সপ্তম ধারায় বলা হয়েছে- নির্বাচনী কর্মকর্তা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। পরীক্ষার পরে একজনের মনোনয়নপত্র বৈধ থাকলে নির্বাচন কমিশন ওই ব্যক্তিকে নির্বাচিত বলে ঘোষণা করবেন। তবে একাধিক ব্যক্তির মনোনয়নপত্র বৈধ হলে তাদের নাম ঘোষণা করবেন।

অন্যদের মধ্যে ইসি সচিব মোহাম্মদ সাদিক ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অসুস্থতার কারণে গত ১১ মার্চ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান আবদুল হামিদ। জিল্লুর রহমানের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।