সীতাকুণ্ড থেকে ট্রেন চলাচল শুরু
Published: 28 Jun 2012 09:50 AM BdST Updated: 28 Jun 2012 09:50 AM BdST
কুমিরা ও ভাটিয়ারির মধ্যবর্তী অংশে রেল সেতু ধসে পড়ার পর চট্টগ্রামের সীতকুণ্ড রেল স্টেশন থেকে ঢাকা ও সিলেটগামী ট্রেন চালু রাখা হয়েছে।
চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতকুণ্ড রেল স্টেশন থেকে ঢাকা ও সিলেটগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।
চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বেলা ১২টায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সীতাকুণ্ড থেকে ছেড়ে গেছে।
ঢাকাগামী মহানগর গোধূলী বিকাল চারটায় সীতাকুণ্ড ছেড়ে যাবে বলেও জানান তিনি।
তবে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মেইল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেসের যাত্রা বাতিল হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের প্রচণ্ড বর্ষণের পর সন্ধ্যার দিকে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারির মধ্যবর্তী অংশে একটি রেল সেতু ধসে পড়লে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বুধবার সকাল থেকে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম থেকে কয়েকটি ট্রেন ছাড়লেও বিকাল থেকে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের জানায়, সেতু পুরোপুরি মেরামতে পনের দিনের মতো সময় লাগতে পারে।
পরবর্তীতে চট্টগ্রামের পরিবর্তে সীতাকুণ্ড রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার রাতের চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্তঃনগর তূর্ণা নিশীথা ও সিলেটগামী উদয়ন এক্সপ্রেস সীতাকুণ্ড থেকে ছেড়ে যাবার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান।
চট্টগ্রামের পরিবর্তে সীতাকুণ্ড থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা কমে গেছে বলে স্টেশন ম্যানেজার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫৪৩ ঘ.
চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বেলা ১২টায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সীতাকুণ্ড থেকে ছেড়ে গেছে।
ঢাকাগামী মহানগর গোধূলী বিকাল চারটায় সীতাকুণ্ড ছেড়ে যাবে বলেও জানান তিনি।
তবে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মেইল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেসের যাত্রা বাতিল হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের প্রচণ্ড বর্ষণের পর সন্ধ্যার দিকে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারির মধ্যবর্তী অংশে একটি রেল সেতু ধসে পড়লে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বুধবার সকাল থেকে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম থেকে কয়েকটি ট্রেন ছাড়লেও বিকাল থেকে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের জানায়, সেতু পুরোপুরি মেরামতে পনের দিনের মতো সময় লাগতে পারে।
পরবর্তীতে চট্টগ্রামের পরিবর্তে সীতাকুণ্ড রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার রাতের চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্তঃনগর তূর্ণা নিশীথা ও সিলেটগামী উদয়ন এক্সপ্রেস সীতাকুণ্ড থেকে ছেড়ে যাবার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান।
চট্টগ্রামের পরিবর্তে সীতাকুণ্ড থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা কমে গেছে বলে স্টেশন ম্যানেজার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫৪৩ ঘ.
আরও পড়ুন
-
পাকিস্তানের পক্ষ নেওয়া আইনপ্রণেতাদের তালিকাও হবে
-
পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
-
বনশ্রীতে আগুনে পুড়ল জুতার কারখানা
-
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা দরকার: হাই কোর্ট
-
কোভিডে আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারক: প্রধান বিচারপতি
-
হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
-
প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজার যানবাহন
-
পদ্মা সেতু: জাজিরায় যানজটের মধ্যেই ৭ মিনিটের বিদ্যুত বিভ্রাট
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর