টিপু মুন্সীর ছেলে অপুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আওয়ামী লীগ সাংসদ ও বিজিএমইএ'র সাবেক সভাপতি টিপু মুন্সীর ছেলে অপু মুন্সীর গুলিবিদ্ধ লাশ বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। অপু (২৫) বাবার বৈধ রিভলবার দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2009, 00:42 AM
Updated : 12 June 2009, 00:42 AM
ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাংসদ ও বিজিএমইএ'র সাবেক সভাপতি টিপু মুন্সীর ছেলে অপু মুন্সীর গুলিবিদ্ধ লাশ বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপু (২৫) বাবার বৈধ রিভলবার দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা উত্তরার ৫ নম্বর সেক্টরের বাড়িতে যাই। সেখানে পরিবারের লোকজন ভেতর থেকে বন্ধ থাকা দোতলার একটি কক্ষ দেখিয়ে দেয়।
"আমরা বেশ কিছুক্ষণ চেষ্টা করেও দরজা খুলতে না পারায় র‌্যাব এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে সবার উপস্থিতিতেই রাত ২টার দিকে দরজা ভাঙা হয়। অপুকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পাশেই পড়ে ছিল রিভলবারটি।"
এরপর তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, অপু মারা গেছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অপু আত্মহত্যা করেছে।
অপু উত্তরা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ কানাডায় পড়াশোনা করেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন।
পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, অপু মানসিকভাবে অসুস্থ ছিলেন। দেশে-বিদেশে নানা জায়গায় তার চিকিৎসাও করানো হয়।
বিকালে মর্গে তার লাশের ময়নাতদন্তের সময় এক ইঞ্চির ব্যবধানে ক্ষতস্থান থেকে দুটি বুলেট বের করা হয়।
এ ঘটনায় উত্তরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এএম/এমআই/২২০০ ঘ.