সংবাদ মাধ্যমের সঙ্গে ‘কথা বলা বারণ’ এনবিআর কর্মকর্তাদের
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 12:41 AM BdST Updated: 22 Jun 2022 12:49 AM BdST
যথাযথ অনুমোদন ছাড়া সংবাদ মাধ্যমে 'বক্তব্য দিতে' কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার সরকারের রাজস্ব আহরণের প্রধান সংস্থাটি এ নির্দেশনার মাধ্যমে সংবাদ মাধ্যমের সঙ্গে কর্মকর্তাদের কথা বলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করল।
এতে সংস্থার প্রধান কিংবা বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া নিজের প্রকৃত দায়িত্বের বাইরে কোনও কর্মকর্তা কর্মচারীর পত্রিকা, অনলাইন পত্রিকা বা টেলিভিশনে কোনো বক্তব্য, মতামত বা নিবন্ধ প্রকাশে বিরত থাকতে বলা হয়েছে।
আদেশে কর্মকর্তাদের টক শোতে অংশ নেওয়া বা মতামত লেখার ক্ষেত্রেও আগে থেকে অনুমোদন নেওয়ার কথাও বলা হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (প্রশাসন) স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা- কর্মচারী উর্দ্ধতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা, অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধ বা পত্র প্রকাশ করছেন।
“সরকারের নীতি-নির্ধারনী অনেক বিষয়েও বক্তব্য বা মতামত দিচ্ছেন। যা সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি ২২ এর পরিপন্থি।”
এই বিধিসহ সব বিধান ‘যথাযথভাবে পালনের জন্য’ সংশ্লিষ্টদের আদেশ দিয়ে এতে বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্রের বাইরে বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে অথবা অন্যের নামে কোনো নিবন্ধ বা পত্র লেখা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়।
-
প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজার যানবাহন
-
পদ্মা সেতু: জাজিরায় যানজটের মধ্যেই ৭ মিনিটের বিদ্যুত বিভ্রাট
-
পদ্মা সেতুতে প্রথম দিনে বাইকের ঢল
-
জবির সাত শিক্ষার্থী কারাগারে
-
পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
-
প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার গাড়ি পদ্মা সেতু পার
-
সেতুতে আড্ডা-সেলফি, হাঁটার সুযোগও নিলেন অনেকে
-
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’