ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষকে সহ্য ক্ষমতার পরীক্ষায় ফেলে দেওয়া তীব্র তাপপ্রবাহ বাংলাদেশেও চড়িয়ে দিচ্ছে থার্মোমিটারের পারদ; জলবায়ু পরিবর্তনজনিত এক সংকট জনস্বাস্থ্য সমস্যা বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদনকে ফেলছে ঝুঁকিতে।
Published : 08 May 2022, 01:51 AM
গত কয়েক দশকের উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রীষ্মে তাপপ্রবাহের মতিগতিও বদলাচ্ছে, সেই সঙ্গে বদলাচ্ছে এর প্রভাবের এলাকা, বাড়ছে ‘হট স্পটের’ বিস্তার।
আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নানের ভাষায়, গরমের মৌসুমের শুরুতে তাপপ্রবাহ বা হিটওয়েভ এখন আবহাওয়ার ‘গুরুত্বপূর্ণ হ্যাজার্ড’ হয়ে উঠেছে।
“জলবায়ু পরিবর্তনের কারণে একই জায়গায় একই প্যাটার্নে আর এটা থাকছে না। প্রতিবছর আমরা বদলাতে দেখছি। এই যেমন দুই বছর ধরে দক্ষিণাঞ্চলের রাঙ্গামাটি পর্যন্ত হিটওয়েভের আওতায় চলে আসছে। আগে এটা ছিল না। এখন মার্চ আর এপ্রিলে তাপপ্রবাহের ধরনে ভিন্নতা থাকছে। তাপমাত্রা তো ক্রমাগত বাড়ছে, হিটওয়েভপ্রবণ এলাকাও বাড়বে।”
বিশ্ব আবহাওয়া সংস্থার সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা দৈনিক গড় তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে এবং টানা পাঁচ দিন তা অব্যাহত থাকরে সেখানে তাপপ্রবাহ বা হিটওয়েভ চলছে বলে ধরে নেওয়া যায়। তবে দেশ ও অঞ্চলভেদে ওই মাত্রায় ভিন্নতা থাকতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অফিস ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।
এ বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগ এবং আশপাশের এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। এরপর বজ্রঝড় ও বৃষ্টিতে কয়েক দিনের স্বস্তি মিললেও এপ্রিলের শেষভাগে সপ্তাহ জুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলে।
১৯৮১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে দেশের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা কেমন ছিল, তার একটি ধারণা পাওয়া যায় ‘স্টাডি অন হিটওয়েভস অ্যান্ড অ্যাসোসিয়েটেড লার্জ-স্কেল সার্কুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায়।
এ গবেষণাপত্রের সহ-লেখক মোহন কুমার দাশ জানান, ১৯৯৫ সালে চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ৬২ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
২০১০ সালে যশোরে ৬০ দিন, ১৯৯৪ সালে রাজশাহীতে ৫৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল।
আর এমন তাপমাত্রা ২০১৪ সালে রাজশাহীতে ছিল ৭৯ দিন, মোংলায় ৫১ দিন এবং খুলনায় ৫০ দিন।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতে ভৌগলিক অবস্থানের কারণে আমাদের দেশের পশ্চিমাঞ্চল সাধারণভাবে তাপপ্রবাহপ্রবণ এলাকা। এর সঙ্গে অ্যাটমোস্পেরিক কন্ডিশনের কারণে আরও কিছু এলাকা তাপপ্রবাহের আওতায় পড়ে যায়।
“ইদানিং আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলও থাকছে তাপপ্রবাহের এলাকার আওতায়। গতবছর রাঙামাটিও এর মধ্যে পড়ে গেছে।”
ড. মান্নান জানান, আগে রংপুর অঞ্চল তাপপ্রবাহের দাপট থাকত বেশি। এখন সেখানে ধীরে ধীরে কমে আসছে। এ বছরও রংপুরে তাপমাত্রা ততটা চড়েনি।
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, মে মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ, দেশের অন্যত্র ১ থেকে ২টি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বাংলাদেশে মে মাসে গরমের দাপট যে বরাবরই বেশি থাকে, সে কথা তুলে ধরে ন্যাশনাল ওশানোগ্রাফি অ্যান্ড মেরিটাইম ইন্সটিটিউটের (এনএওএমআই) সাবেক চেয়ারম্যান ড. সমরেন্দ্র কর্মকার মনে করিয়ে দিলেন, ১৯৭২ সালে এই মে মাসেই সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল রেকর্ড ৪৫.১ ডিগ্রি সেলসিয়াসে।
“দেখা গেছে, এভারেজ টেম্পারেচার যদি এপ্রিলে বেশি হয়, হাইয়েস্ট টেম্পারেচার বেশি হয় মে মাসে। এ বছর মে মাস তো কেবল শুরু, সামনে হিটওয়েভে কী হয়, সেটা দেখার বিষয়।”
এ বছর ভারত ও পাকিস্তানের কিছু অংশে বয়ে যাওয়া তাপদাহ থার্মোমিটারের পারদকে নিয়ে গেছে রেকর্ড উচ্চতায়; তীব্র গরম ঝুঁকিতে পড়েছে দুই দেশের লাখ লাখ মানুষের জীবন।
দিল্লিতে ১২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রিতে। ৭২ বছরের মধ্যে এপ্রিলে এমন তাপদাহ দেখেনি দিল্লিবাসী। আর মে মাসের শুরুতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেকোবাবাদে তাপমাত্রা ওঠে রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদরা বলছেন, ভারতে যখন তাপপ্রবাহ শুরু হয়, তার আঁচ বাংলাদেশেও লাগে। আসলে জলবায়ু পরিবর্তনজনিত এক সংকট এখন অনুভূত হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবখানেই।
“সাইক্লোন যেমন এক এলাকায় শুরু হয়ে বিস্তৃত এলাকা পরিভ্রমণ করে, হিটওয়েভের ক্ষেত্রেও তেমন হয়। ভারতের রাজস্থানে যখন হিটওয়েভ দেখা দেয়, উত্তর প্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে যখন আসে, তখন তার প্রভাব বাংলাদেশেও লক্ষ্য করা যায়,” বলছিলেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান।
তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ভারতে তৈরি হওয়া হিটওয়েভের একটি অংশ অথবা এর বর্ধিতাংশ বাংলাদেশে আসে এবং পরে দেশের বিস্তৃতি পায়।
তবে বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির বিষয় হল, তাপপ্রবাহ বাংলাদেশের অংশে আসতে আসতে তাপমাত্রা কিছুটা কমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলেন, “ভারতের হিটওয়েভটা থাকে প্রচণ্ড। ওই তাপপ্রবাহ ধীরে ধীরে বাংলাদেশে আসে যশোর-কুষ্টিয়া-সাতক্ষীরা অঞ্চল দিয়ে। সে কারণে এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রাটা বেশি থাকে। হিটওয়েভের বলয়টা বাংলাদেশে সেট করতে করতে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।”
“কিন্তু ভারতে হিটওয়েভ বেড়ে গেলে আমাদের এখানেও আসবে- এটাই স্বাভাবিক। ভারত-পাকিস্তানে যে হিটওয়েভ হচ্ছে সেটা একটা ওয়েদার সিস্টেম, তা এখানেও প্রভাব ফেলবে।”
আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, সমুদ্র তীরে এবং উপকূলীয় এলাকায় তাপপ্রবাহের প্রভাব খুব একটা পড়ে না। তবে জলবায়ু বদলাতে থাকায় সিলেট, চট্টগ্রাম, রাঙামাটিতেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে।
ফসলের ক্ষতি কমবে কীভাবে
নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেলিং ও মেটিরিওলজি গবেষক ড. মোহন কুমার দাশ মনে করেন, বন্যার মতই হিটওয়েভ ধীরে ধীরে দুঃশ্চিন্তার বড় কারণ হয়ে উঠছে বাংলাদেশের জন্য।
“গবেষণায় আমরা দেখেছি, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন স্পট এখন হিটওয়েভের আওতায় রয়েছে। মানুষ, কৃষি ও প্রাণীকূল সবচেয়ে বেশি ভুগছে। হিটওয়েভের জন্যে অ্যালার্ট করার পাশাপাশি সরকারি-সেরকারি উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ, বৃক্ষরোপণ বাড়ানো ও ছায়াশীতল বিশ্রামের ব্যবস্থাসহ কিছু উদ্যোগও লাগবে।”
ধানের জন্য ‘ক্রিটিক্যাল টেম্পেরেচার’ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল-মে (বৈশাখ-জ্যৈষ্ঠ) মাসে চরম গরমে ধানের জন্য ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা অসহনীয়।
ফুল ফোটার সময় ১-২ ঘণ্টা এ তাপমাত্রা বিরাজ করলে ধান চিটা হয়ে যায়। গত বছর এপ্রিলে এমন আবহাওয়ায় হাওর অঞ্চলে ‘হিটশকে’ প্রায় অর্ধলক্ষ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়।
তিনি জানান, ধানের ফুল ফোটার সময়ে যখন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, তখন বেশ ক্ষতিগ্রস্ত হয় ধানের ফলন। তাই কৃষককে জানতে হবে কখন তাপপ্রবাহ আসবে। ধানে ফুল আসার সময়ে তাপপ্রবাহ হলে বিশেষ স্প্রে ব্যবহার করে ক্ষতি কমানো সম্ভব।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর জানান, উচ্চ তাপমাত্রা সহিষ্ণু একটি ধানের জাতের আঞ্চলিক ফলন পরীক্ষার পর্যায়ে রয়েছে। ফলন ও অন্যান্য বৈশিষ্ট্য গ্রহণযোগ্য হলে সেটিকে জাত হিসেবে অনুমোদনের জন্য জাতীয় বীজ বোর্ডে আবেদন করা হবে।
গবেষণা সফল হলে তাপমাত্রার ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও এ জাতের ধানের ফুল ফোটায় এবং ফলনে সমস্যা হবে না বলে জানান তিনি।
জনস্বাস্থ্যের ঝুঁকি
তাপদাহে সবচেয়ে বেশি ভুগতে হয় শ্রমিক শ্রেণির মানুষকে। সে বিষয়টি মাথায় রেখে বিশুদ্ধ পানি সরবরাহ এবং বিভিন্ন স্থানে ছায়ার ব্যবস্থা করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তীব্র গরমে বাইরে বের হলে অনেকের হিট স্ট্রোক হতে পারে। দীর্ঘসময় তীব্র রোদে থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কমে গিয়ে জ্বরের মত তাপমাত্রা বেড়ে যায়। একই সাথে অতিরিক্ত ঘামের মধ্য দিয়ে শরীর থেকে লবণ ও পানি বেরিয়ে যায়।
শিশু ও বয়স্ক, যারা বড় কোনো রোগে আক্রান্ত, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এ ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি বেশি বলে জানান এ চিকিৎসক।
হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক লেলিন চৌধুরী বলেন, শরীরে পানিশূন্যতা যদি বেশি হয় এবং লবণের ভারসাম্যহীনতা তৈরি হয়, তখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ সময় ভাইরাস জাতীয় অসুখের প্রবণতা, ডায়রিয়া ও ফুড পয়জনিং বাড়তে থাকে।
>> হিটস্ট্রোক এড়াতে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে।
>> বেশি গরম পড়লে অসুস্থ যারা আছেন, তাদের বাইরে না বের হওয়াই ভাল।
>> এসময় পর্যাপ্ত পরিমাণ পানি, অর্থাৎ দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে।
>> বাইরে গেলে নিরাপদ পানি পান করতে হবে; সেই সঙ্গে যত্রতত্র খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন: