ভারতীয় ২ শিক্ষার্থীর লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৭ ডাকাত
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 03:03 PM BdST Updated: 29 Jan 2022 03:03 PM BdST
বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থীর কাছ থেকে ডাকাতি করা মালামালসহ ডাকাতদলের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. ফখরুল ইসলাম ফকু, মো. আলমাস, মো. সামুন, আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ আশিক, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম।
শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং কেরানীগঞ্জ থেকে এলাকা তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
তাদের গ্রেপ্তারের পর শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি, ডাকাতি হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইলসহ ১৮টি মোবাইল, ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও নগদ তিন হাজার টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে।
গত ২৩ জানুয়ারি ডা. সিরাজুল মেডিকেল কলেজের শিক্ষার্থী ভারতীয় নাগরিক শাহীল আহমেদ ও আসিফ ইকবাল মগবাজারে ডাকাতের কবলে পড়েন।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, একটি সাদা রংয়ের প্রাইভেটকারে আসা মুখোশধারী চারজন তাদের ঘিরে ফেলে। দুইজন সেই শিক্ষার্থীদের গলায় চাপাতি ঠেকিয়ে ধরে এবং অন্য দুই জন তাদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি, নগদ ৭ হাজার ৬০০ বাংলাদেশি টাকাসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা হয়। তারপর ডাকাতদের ধরতে অভিযানে নামে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
-
পল্লী উন্নয়নে সিরডাপের পুরস্কার পেলেন শেখ হাসিনা
-
যুদ্ধ-সংঘাত নয়, বাংলাদেশ শান্তি চায়: প্রধানমন্ত্রী
-
মেঘনায় সেলিমের বালু উত্তোলন বন্ধই থাকছে
-
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?