খাল দখল হয়েছে ওয়াসা-পাউবোর অবহেলাতেই: আতিক
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2022 10:04 PM BdST Updated: 23 Jan 2022 10:04 PM BdST
-
ঢাকার মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনায় রোববার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলাতেই ঢাকার খালগুলো দখল হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় লাউতলা খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র এ অভিযোগ করেন।
তিনি বলেন, “সিটি করপোরেশনে হস্তান্তরের আগে খালের দায়িত্বে ছিল ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড। তাদের তদারকির অভাবে খাল দখল হয়েছে।
“এসব স্থাপনা একদিনে হয়নি, এত সাহস তারা কোথায় পায়। এ দায় যারা খালের দায়িত্বে ছিলেন। খাল যখন দখল করলো, খাল যাদের অধীনে ছিল, তারা কী দেখবেন না? তাদের দেখা দরকার ছিল। তাদের অবহেলার কারণেই খালগুলো দখল ও দূষণে বিপর্যস্ত অবস্থায় উপনীত হয়েছে।”
রোববার সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে দিনভর। এ সময় খালের জমিতে করা একটি দোতলা ভবন গুঁড়িয়ে দেয় ডিএনসিসি। ভেঙে দেওয়া হয় দুটি চারতলা ভবন, একটি তিন তলা ভবন এবং ৪০টির মতো টংঘর।
ডিএনসিসি মেয়র বলেন, “লাউতলা খাল যে দৈর্ঘ্য ও প্রস্থের, বাস্তবে তার কিছুই নেই। অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করে খালটির অস্তিত্ববিলীন করে দেওয়া হয়েছে।
“প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের খালটিকে উদ্ধার করে বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত করা হবে। যারা অবৈধভাবে খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে।
“নইলে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। আমি কোনো ধরনের নোটিস দেব না, ভেঙে ফেলব।”
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা
-
বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন