শিল্পকলার মহাপরিচালক লাকীকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2022 07:20 PM BdST Updated: 06 Jan 2022 07:20 PM BdST
-
লিয়াকত আলী লাকী, ফাইল ছবি
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ‘শত কোটি টাকা আত্মসাত ও পাচারের’ অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বৃহস্পতিবার এই নোটিস পাঠিয়েছেন।
লাকীকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে ওই চিঠিতে।
তার বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ‘ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে’ লাকী বিপুল পরিমাণ অর্থ বিদেশে ‘পাচার করেছেন’।
এ অভিযোগের অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি দল গঠন করেছে দুদক। তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে।
দুদক সচিব মো. মাহবুব হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “শিল্পকলা একাডেমির বড় পর্যায়ের ব্যক্তির বিষয়ে তথ্য উপাত্ত এবং রেকর্ডপত্র দাখিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। ১১ জানুয়ারির ভেতরে অনুসন্ধান টিমের কাছে সেগুলো দিতে বলা হয়েছে।
“অনুসন্ধানকারী দল তাদের অনুসন্ধানের স্বার্থে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে দুর্নীতি দমন কমিশনে এসে তার বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে একাধিকার ফোন করা হলেও তিনি ধরেননি।
-
আনিসের আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর