শিল্পকলার মহাপরিচালক লাকীকে দুদকে তলব

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ‘শত কোটি টাকা আত্মসাত ও পাচারের’ অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 01:20 PM
Updated : 6 Jan 2022, 01:20 PM

কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বৃহস্পতিবার এই নোটিস পাঠিয়েছেন।

লাকীকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে ওই চিঠিতে।

তার বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ‘ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে’ লাকী বিপুল পরিমাণ অর্থ বিদেশে ‘পাচার করেছেন’।

এ অভিযোগের অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি দল গঠন করেছে দুদক। তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “শিল্পকলা একাডেমির বড় পর্যায়ের ব্যক্তির বিষয়ে তথ্য উপাত্ত এবং রেকর্ডপত্র দাখিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। ১১ জানুয়ারির ভেতরে অনুসন্ধান টিমের কাছে সেগুলো দিতে বলা হয়েছে।

“অনুসন্ধানকারী দল তাদের অনুসন্ধানের স্বার্থে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে দুর্নীতি দমন কমিশনে এসে তার বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে একাধিকার ফোন করা হলেও তিনি ধরেননি।