এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ও কেন্দ্রের কর্মী ছাড়া অন্য কারো পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
Published : 12 Nov 2021, 01:01 PM
শুক্রবার ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।
মহামারীর কারণে বিলম্বিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর থেকে।
ঢাকা মহানগর পুলিশ বলছে, ‘সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে’ পরীক্ষাগ্রহণ নিশ্চিত করতেই এ বিধিনিষেধ দেওয়া হয়েছে।
১৪ নভেম্বর থেকে সারা দেশে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে। তাতে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
মহামারী পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার হলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও কড়াকড়ি থাকবে।