কোভিড মহামারীর কারণে এবারও হচ্ছে না জেএসসি পরীক্ষা। তাই অষ্টমের শিক্ষার্থীদের ফল তৈরি করা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে।
Published : 09 Nov 2021, 11:30 PM
অষ্টম শ্রেণি সমাপনীর সনদ পেতে শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি মঙ্গলবার এ বিষয়ে জেএসসি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনায় পাঠিয়েছে।
তাতে বলা হয়, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।
এই মূল্যায়নের মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতেই পরে শিক্ষা বোর্ড জেএসসি সনদ দেবে।
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয় ১২ সেপ্টেম্বর।
পরে ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ২০২০ সালের মতো চলতি বছরও জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানান।
এর মধ্যে গত ৪ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলোকে করোনাভাইরাস পরিস্থিতি ও শিখন-শেখানো কার্যক্রম বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সনদ প্রদান করে নবম শ্রেণিতে পাঠাতে ব্যবস্থা নিতে বলা হয়।