কামরাঙ্গীরচরে ২৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 03:07 PM
Updated : 25 Oct 2021, 03:07 PM

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিটিএ যৌথ উদ্যোগে এ অভিযান চালায় বলে বিআইডব্লিটিএর উপ-পরিচালক মিজানুর রহমান জানান।

তিনি বলেন, উচ্চ আদালতের আদেশ অনুসারে কামরাঙ্গীরচর কালুনগর মৌজায় এই উচ্ছেদ অভিযানে একটি তিনতলা বাড়ি, একটি দোতলা বাড়ি, চারটি একতলা বাড়ি, ১২টি দোকান, একটি পানির ট্যাংক ও একটি পাকা টয়লেট উচ্ছেদ করা হয়।

এছাড়া একটি টিনের ঘর, চারটি পাকা দেয়াল, তিনটি ভরাট মাটি অপসারণ করাসহ মোট ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রোববারও একই এলাকায় দুটি দোতলা ও একটি একতলা বাড়িসহ মোট ৩১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল বলে তিনি জানান।