সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2021, 06:44 PM
Updated : 28 Sept 2021, 08:24 AM

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে সাকিব প্রত্যয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার অক্সিজেন লেভেল আংশকাজনকভাবে কমে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রায়ের বাজার কবরাস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক জাহান-ই -গুলশান ইডেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছিলেন।

হামিদুজ্জামান রবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭২ সালে সাংবাদিকতা শুরু করেন। তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা সম্পাদক, চিফ রিপোর্টার, প্রেসিডেন্সিয়াল করেসপনডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবেও চার বছর কাজ করেন।

তার মৃত্যুতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফেরাত কামনা করেন।