লুটের মালসহ ‘ডাকাতের স্ত্রী’ গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া নয়ারহাট বাজারের স্বর্ণের দোকানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 11:20 AM
Updated : 16 Sept 2021, 11:20 AM

পুলিশ বলছে, গ্রেপ্তার শাহানা আক্তার (২৪) ওই ডাকাত দলের সদস্য আনোয়ার দেওয়ানের স্ত্রী।

রাজধানীর বাড্ডায় গুলশান-বাড্ডা লিংক রোডের পাশের একটি বাসা থেকে বৃহস্পতিবার ভোরে চার ভরি স্বর্ণ ও দুই লাখ ৪৪ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ৬ সেপ্টেম্বর ৩০-৪০ জন ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ অলংকার, রুপা ও নগদ টাকাসহ এক কোটি দুই লাখ ৩২ হাজার টাকার মালামাল লুট করে।

শাহানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, আন্তঃজেলা ডাকাত দলের নেতা আনোয়ার দেওয়ান লুটের টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান সামগ্রী তার স্ত্রীর কাছে জমা রাখতো।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানায় সিআইডি।