দশ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি আবদুর রহীম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Published : 15 Aug 2021, 03:09 PM
এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আব্দুর রহীম গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ফাঁসির সেলে ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর ৬টার পর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, গত ২৬ জুলাই রহীমের কোভিড শনাক্ত হওয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ৩১ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল জানান, আব্দুর রহিমের দেহে করোনা উপসর্গ দেখা দিলে কারা হাসপাতালে এনটিজেন পরীক্ষা করা হয়। এতে তার করোনাভাইরাস শনাক্ত হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, ২১ অগাস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার এই আসামি ২০১৮ সাল থেকে এ কারাগারে রয়েছেন। এই দুই মামলায়ই তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন।