কোভিড: জুলাই পর্যন্ত ২ বিচারক, ১০ কর্মচারীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত দুই বিচারকসহ অধস্তন আদালতের ১০ সহায়ক কর্মচারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 09:48 AM
Updated : 29 July 2021, 09:48 AM

দুই বিচারকের মধ্যে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যু হয়েছে বুধবার, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ছাড়া গত বছর ২৪ জুন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত (২৮ জুলাই) অধস্তন আদালতের ৩২৫ জন বিচারক ও ৬৪০ জন সহায়ক কর্মচারী আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত বিচারকদের মধ্যে ২৬৪ জন সুস্থ হয়েছেন। আর আক্রান্ত ৬৪০ জন সহায়ক কর্মচারীর মধ্যে মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

অধস্তন আদালতের বিচারক-কর্মচারীদের করোনাভাইরাস সংক্রান্ত হালনাগাদ এ তথ্য জানালেও সুপ্রিম কোর্টের বিচারপতি, কর্মকর্তা-কর্মচারীদের ব্যপারে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখনও হালনাগাদ করা হয়নি। পরে জানানো হবে।”

সাইফুর রহমান যে তথ্য দিয়েছেন সেখানে দেখা যায়, খুলনা বিভাগে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। এ বিভাগে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭ জন কর্মকর্তা।

এর পরেই আছে ঢাকা বিভাগ। এ বিভাগে ১৫ জন কর্মকর্তা চিকিৎসাধীন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭, রাজশাহী বিভাগে ৬,বরিশাল বিভাগে ৪, রংপুর বিভাগে ৪, সিলেট বিভাগে ৩ ও ময়মনসিংহ বিভাগে ৩ জনসহ সহ মোট ৫৯ জন কর্মকর্তা চিকিৎসাধীন।

খুলনা বিভাগে বিচারবিভাগীয় কর্মচারীদের আক্রান্তের হারও বেশি। এ বিভাগে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৬ জন কর্মচারী।

এছাড়া রাজশাহী বিভাগে ৩৪ জন, ঢাকা বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৮ জন ও বরিশাল বিভাগে ৭ জনসহ মোট ১৪৩ জন কর্মচারী চিকিৎসাধীন।