বন্ধের নির্দেশনা বহাল, তবুও ফেরি চলছে

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধের যে নির্দেশনা ছিল, তা বহাল থাকলেও সব ফেরিই চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 03:11 PM
Updated : 12 May 2021, 03:11 PM

বিধিনিষেধের মধ্যেই ঈদযাত্রার পথে শিমুলিয়া থেকে গাদাগাদি করে ফেরিতে বাংলাবাজারে যাওয়ার পথে বুধবার ভিড়ের চাপে অন্তত পাঁচ জনের মৃত্যু ঘটে।

এরপর  ফেরি চলাচলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ আশিকুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ থেকে ৩৫টি ফেরিই চলাচল করছে।”

তাহলে কি আগের ঘোষণা নেই- জানতে চাইলে তিনি বলেন, “না না, ঘোষণা আগেরটিই আছে।”

তিনি বলেন, দিনে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার পরিবহন পারাপার করা হচ্ছে ফেরিতে। সেই সঙ্গে মানুষও পার হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার লকডাউন দেওয়ার পরও ঈদের সময় বাড়িমুখী জনস্রোত আটকাতে গত শনিবার দিনে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা ৭ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি-বাংলাবাজার রুটে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল রাতে করবে।

তবে এরপরও মানুষের চাপ থাকায় দিনের বেলায়ও বাধ্য হয়ে ফেরি চালাতে হয়েছে বিআইডব্লিউটিসিকে। এর মধ্যে বুধবার দুর্ঘটনা ঘটল।