করোনাভাইরাসে আক্রান্ত মনজুরে মওলা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনজুরে মওলা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 09:52 AM
Updated : 20 Dec 2020, 06:19 AM

শনিবার তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার ঘনিষ্টজন কবি তারিক সুজাত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে উনার পজিটিভ এসেছে। আজকে সকালে আমাকে উনি টেলিফোন করে বলেছেন, উনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।“

মনজুরে মওলার আশু আরোগ্য কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তারিক।

তারিক সুজাত নিজেও গত ২০ নভেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কবি মনজুরে মওলার বয়স ৮০ বছর। গত ১ অক্টোবর তার ৮০তম জন্মবার্ষিকী ছিল।

১৯৮৩ সালে মনজুরে মওলা বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন। পেশাজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

বাংলা একাডেমির তিন বছরের কার্যকালে ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে সে সময়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রস্থমেলা, আজ যা বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।

ঐতিহাসিক বর্ধমান ভবন সংস্কার, প্রথম জাতীয় ফোকলোর কর্মশালার আয়োজন, আরজ আলী মাতুব্বর বা খোদা বক্স সাইয়ের মতো লোকমনীষাকে ফেলোশিপ প্রদান, বাংলা সাহিত্যের ইতিহাস, ডেভিডসনের চিকিৎসাবিজ্ঞান কিংবা আনিসুজ্জামানের পুরনো বাংলা গদ্যের মতো বই প্রকাশের উদ্যোগী হয়েছিলেন মনজুরে মওলা। বাংলা একাডেমিতে তার অসামান্য কীর্তি ‘ভাষা শহিদ গ্রন্থমালার’ ১০১টি বই।