দুদকের সাবেক কমিশনার মনিরুদ্দিনের মৃত্যু

দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মনিরুদ্দিন আহমেদ মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 11:44 AM
Updated : 27 Oct 2020, 11:44 AM

মঙ্গলবার সকালে রাজধানীর সন্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মনিরুদ্দিন তিন ছেলে রেখে গেছেন।

দুদক কর্মকর্তা প্রনব জানান, মনিরুদ্দিন আহমেদ ২০০৪ সালের ২১ নভেম্বর দুদক প্রতিষ্ঠার সময় থেকে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দুদক কমিশনারের দায়িত্ব পালন করেন।

এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মনিরুদ্দিন। তার আগে বাংলাদেশ জুট মিলস করপোরেশনেরও চেয়ারম্যান ছিলেন তিনি।

মনিরুদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শোক বার্তায় দুদক চেয়ারম্যান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, “মনিরুদ্দিন আহমেদ দেশের দুর্নীতি দমন ও প্রতিরোধে সততা ও নিষ্ঠার সাথে-সুনিপুণভাবে আইনি দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দুদক একজন প্রথিতযশা সাবেক সহকর্মীকে হারাল।”

২০০৪ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপতির আদেশে জারি করা এক প্রজ্ঞাপনে হাই কোর্টের সাবেক বিচারপতি সুলতান হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ এম মনিরুজ্জামান মিঞা ও মনিরুদ্দিন আহমেদকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তাদের মধ্যে সুলতান হোসেন খান তখন দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।