পলিথিন কারখানা-গুদামে অভিযান, ৫ জনকে কারাদণ্ড

পুরান ঢাকার চকবাজারে পলিথিনের চারটি কারখানা ও একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ‘কোটি টাকার’ পলিথিন তৈরির যন্ত্র ও কাঁচামাল জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2020, 08:03 PM
Updated : 20 July 2020, 08:03 PM

এ সময় পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুরান ঢাকার চাঁদনীঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব ও সিটি এনএসআইয়ের অপারেশন শাখা।

র‌্যাব-৩ এর  নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদনী ঘাট এলাকায় অনুমোদনহীন নিষিদ্ধ পলিথিনের চারটি কারখানা ও একটি গুদামে অভিযান চালানো হয়।

এই সময় অনুমোদনহীন পলিথিন, পলিথিন তৈরির বিভিন্ন প্রকারের ছোট বড় মেশিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

তাৎক্ষণিকভাবে কারখানা ও গুদামের পাঁচজন ম্যানেজারকে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারখানা মালিকরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে নিয়মিত মামলা করা হচ্ছে।

কারখানা ও গুদাম সিলগালা করা হয়েছে বলে তিনি জানান।