করোনাভাইরাসে পরিকল্পনা কমিশনের কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) মো. লুৎফর রহমান তরফদার মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 08:14 PM
Updated : 17 July 2020, 08:14 PM

রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফরিদ আজিজ জানিয়েছেন।

লুৎফর রহমান তরফদারের বয়স হয়েছিল ৫৭ বছর। ১৯৬২ সালের ৩০ ডিসেম্বর জামালপুর জেলার চানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং পরের বছর একই বিষয়ে স্নতকোত্তর করেন লুৎফর রহমান। বিলুপ্ত ইকোনোমিক ক্যাডারের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস ক্যাডার সার্ভিসে যোগ দেন। এক সময় বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন তিনি।

ফরিদ আজিজ বলেন, মো. লুৎফর রহমান তরফদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

“তার অবস্থা প্রায় স্থিতিশীল ছিল। নিয়মিত খাবারও খাচ্ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। পরে রাতে তিনি মারা যান।”